ঢাকা অফিস || ভয়েজ অফ জাস্টিস

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজধানীতে ঝটিকা মিছিল করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন। এর মধ্যে একজনকে ব্যানারসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সংসদ ভবন এলাকায় মিছিল চলাকালে সিরাজুল ইসলাম নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের পাশ থেকে আওয়ামী লীগের একদল নেতা-কর্মী খামারবাড়ির উদ্দেশে মিছিল শুরু করে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল ইসলামকে ব্যানারসহ আটক করে।
সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা যাচ্ছে। ইতোমধ্যে পুলিশ ও ডিবিসহ বিভিন্ন বাহিনী দলটির কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
কর্তৃপক্ষের দাবি, নিষিদ্ধ সংগঠনের সদস্যরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় আকস্মিক মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি করছে।

