খুলনা অফিস || মিডিয়া জার্নাল
নগরীর দৌলতপুর থানা এলাকায় দুটি বাড়ি লক্ষ্য করে ১৫ রাউন্ড গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার ভোর রাতের গুলি বর্ষণের এ ঘটনা ঘটে। এরমধ্যে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কর্মচারী মোহাম্মদ মহসিন শেখ লিটুর বাড়িতে ৬ রাউন্ড এবং কথিত মাদক ব্যবসায়ী কানা মেহেদীর বাড়িতে ৯ রাউন্ড গুলি ছোড়ে তারা।
সিসি টিভির ফুটেজে দেখা গেছে, চারটি মটর সাইকেলযোগে মাথায় হেলমেট পরিহিত কয়েকজন যুবক কার্তিককূল এলাকায় লিটুর বাড়ির সামনে এসে থামে। এরপর কয়েকজন মটর সাইকেল থেকে নেমে তার বাড়ি লক্ষ্য করে একের পর এক ৬ রাউন্ড গুলি ছোড়ে। একইভাবে পশ্চিমপাড়ায় কানা মেহেদীর বাড়ি লক্ষ্য করে একে একে ৯ রাউন্ড গুলিবর্ষণ করা হয়। গুলি ছোড়া শেষে সন্ত্রাসীরা দ্রæত স্থান ত্যাগ করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক ইসলাম বলেন, কুয়েটের কর্মচারী মহসিন লিটুর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া মেহেদির বাড়িতেও ৯ রাউন্ড গুলি করা হয়। কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানতে তদন্ত করছে পুলিশ।





















