খুলনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
খুলনা অফিস || মিডিয়া জার্নাল
খুলনায় অজ্ঞাতনামা যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে খানজাহান আলী থানাধীন নিউ মাত্তম ডাঙ্গা পশ্চিম পাশে অ্যাসেনসিয়্যাল লাটেক্সের পিছনে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরচিয় এখনো জানা যায়নি।
খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো: তুহিনুজ্জামান ঘটনা সতত্য স্বীকার করে বলেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। নিহতের যুবকের বয়স আনুমানিক ২৫ বছর হবে। স্থানীয় বাসিন্দারা ওই ডোবায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছায় লাশ উদ্ধার ও পরিচয় সনাক্তের চেষ্টা করছেন।
কেএমপির সহকারি কমিশনার ( মিডিয়া) খোন্দকার হোসাইন আহম্মেদ বলেন, যুবকের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে বিভিন্ন আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।





















