বিনোদন ডেস্ক || মিডিয়া জার্নাল
আওয়ামী লীগ সরকারের আমলে রাজনীতি ও অভিনয় দুই ক্ষেত্রেই সক্রিয় ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন এবং সেই পরিচয়ে নানা সুবিধা গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে।
একাদশ সংসদের উপনির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে পরবর্তীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসন থেকে দলীয় মনোনয়ন চান মাহি। তবে দল তার ওপর আস্থা না রাখায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন এবং ভরাডুবির মুখে জামানতও হারান। এরপর থেকেই বড় পর্দায় আর দেখা যায়নি তাকে।
২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর মাহি অনেকটা আত্মগোপনে চলে যান। আগস্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়, যা পরে তিনি নিজেই এক ভিডিওবার্তায় জানান। এর পরপরই দেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান ঢালিউডের এই অভিনেত্রী।
দীর্ঘ নীরবতার পর এবার মাহিকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। ‘লেডি অ্যাকশন’ ঘরানার এই সিনেমার নাম ‘অন্তর্যামী’, পরিচালনা করবেন সৈকত নাসির। গল্পটি ঘুরবে মাহি ও এক ৯ বছরের শিশুকে কেন্দ্র করে; এতে কোনো নায়ক থাকবে না।
জাজ মাল্টিমিডিয়ার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে সিনেমার শুটিং শুরু হবে। এরপর থাইল্যান্ড ও শেষে বাংলাদেশে হবে বাকি অংশের কাজ। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।
ইতোমধ্যে জাজের পক্ষ থেকে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে, যেখানে মাহির রহস্যময় উপস্থিতি দেখা যায়। পোস্টারের ট্যাগলাইনে লেখা, “সে ফিরে এসেছে। সে তোমার মন পড়তে পারে। সহজাতভাবেই। আর প্রয়োজন পড়লে, সে খুন করতেও প্রস্তুত।”
উল্লেখ্য, মাহিকে সর্বশেষ দেখা গিয়েছিল শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় অতিথি চরিত্রে, যেখানে তিনি নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।



























